জনতার কলম, এিপুরা,আগরতলা,প্রতিনিধি :- চলতি ক্রিকেট মরশুমে আজ চতুর্থ টি-২০ ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে জেপিএ ক্রিকেট দল। খেলা ছিল ‘ইয়ংস কর্নার’ ও জেপিয়ের মধ্যে। আগরতলার ঐতিহ্যবাহী ক্লাব ইয়ংস কর্নারের ৫৩-তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এলাকাবাসী এই বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করেছেন। প্রীতি ক্রিকেট ম্যাচ, টি-২০ রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে সাংবাদিক ক্রিকেটাররা তথা জার্নালিস্টস্ প্লেয়ারস্ এসোসিয়েশন।ক্লাবের বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করায় সাংবাদিক ক্রিকেটার দলের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক দে, ইয়ংস কর্নারের সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানান। খেলা শুরুতে টস জিতে ইয়ংস কর্নার ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং ১৮ ওভার ৪ বল খেলে সবক’টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেন। দলের পক্ষে অজয় দেববর্মা ও অধিনায়ক মনোজিৎ দেববর্মার ব্যাটিং উল্লেখযোগ্য। সাংবাদিক ক্রিকেটারদের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ এবং অনির্বাণ দেব দু’জনেই তিনটি করে উইকেট দখল করেন। এছাড়া জাকির হোসেন দু’টি এবং অধিনায়ক অভিষেক দে ও বাপন দাস একটি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক ক্রিকেটারদের দল জেপিএ নির্ধারিত ২০ ওভারে ফুরিয়ে যাওয়ার ঠিক ৫ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছায়। জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি সর্বাধিক অপরাজিত ২১ রানের সুবাদে মেঘধন দেব ম্যাচের সেরা ব্যাটসম্যানের পুরস্কারস্বরূপ প্রাইজমানি জিতে নেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স-এর সৌজন্যে অলরাউন্ডার বিশ্বজিৎ দেবনাথ পেয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ-এর ট্রফি। এছাড়া ওপেনার দিব্যেন্দু দে, বাপন দাস, দীপজিৎ আচার্য, সুব্রত দেবনাথের ব্যাটিংও আজ বেশ নজর কেড়েছে। ফিল্ডিংয়ে মিঠুন দাস ও অভিষেক দেববর্মা বেশ ক্রীড়াশৈলীর পরিচয় দিয়েছেন। ইয়ংস কর্নারের মাধব বাসফোর, আদিত্য দেববর্মা, সঞ্জয় দেববর্মা এবং সঞ্জীব দেববর্মা বলে-ব্যাটে বেশ নজর কেড়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, ইয়ংস কর্নারের সভাপতি গৌতম দাশগুপ্ত, সহ-সভাপতি ভাস্কর সাহা ও সচিব আশিস দেববর্মা প্রমুখ খেলোয়াড়দের হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।