Site icon janatar kalam

সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

জনতার কলম ওয়েবডেস্ক : টোকিও অলিম্পিক্সের পর এবার আরও একবার সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার ফিনল্যান্ডের কুওর্তান গেমসে সোনা জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ। উল্লেখ্য, পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে ছিলেন। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি। এবার সোনা জিতলেন তিনি।কিছুদিন আগেই নিজেই নীরজ জানিয়েছিলেন যে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া। কমনওয়েলথ গেমসের আগে নীরজ সেই লক্ষ্যে আরও কিছুটা এগিয়ে গেলেন। বৃষ্টির জন্য ভেজা মাঠ ছিল। এই অবস্থায় প্রথম পদক্ষেপেই ৮৬.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। যদিও নিজের তৃতীয় পদক্ষেপে পা পিছলে পড়ে গিয়েছিলেন নীরজ। তবুও তাঁর সোনা জয় কেউ আটকাতে পারেনি। নীরজের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইট করেছেন,’আরও একবার সোনা জিতেছেন নীরজ। অসাধারণ চ্যাম্পিয়ন।’বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের নেতৃত্বে দেখা যাবে নীরজ চোপড়াকে। এর আগে টোকিওতে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। 

Exit mobile version