জনতার কলম প্রতিনিধিঃ- বিশ্ব ফুটবলের মঞ্চে এবার নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন এশিয়ার ফুটবল খেলা দেশগুলো। চলতি বছরের শেষে কাতারে বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে এবার এশিয়া থেকে মোট ৬টি দেশ অংশ নিতে চলেছে। ফুটবল খেলিয়ে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে এশিয়ার দলগুলো যে কঠিন লড়াই দিতে প্রস্তুত তা সম্প্রতি দেখা যাচ্ছে। প্রথমবার ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া কাতার গত বছর কলকাফ গোল্ড কাপের সেমিফাইনালে খেলেছে। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজেদের প্রমাণ করার পালা তাদের। বলা চলে এশিয়া থেকে এর আগে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনওদিনও ৬টি দল অংশ নেয়নি। ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, জাপান, আগেই যোগ্যতা অর্জন করেছিল। পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়াও যোগ্যতা অর্জন করে নিল বিশ্বকাপের মঞ্চে। আর আয়োজক দেশ হওয়ার সুবাদে কাতার ফুটবল দলকেও দেখা যাবে এই টুর্নামেন্টে।