Site icon janatar kalam

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার সিরিজই পাখির চোখ জম্মু-কাশ্মীরের ছেলের

জনতার কলম প্রতিনিধিঃ- জম্মুর ছেলের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর পুরস্কার হিসেবে দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন জম্মু কাশ্মীরের উমরান মালিক। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। প্রতি ম্যাচেই প্রায় দেড়শোর ওপর গতিতে বল করেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচে তো ৫ উইকেটও নিয়েছেন। তবে এবার আইপিএল অতীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজই পাখির চোখ করছেন উমরান।

Exit mobile version