জনতার কলম প্রতিনিধি:- ব্যাঙ্ককে ভারতীয় টিমের থমাস কাপ জয় চিরকাল সকলের মনে থেকে যাবে। ৭৩ বছরের খরা কাটিয়ে প্রথম বার থমাস কাপের স্বাদ ভারতীয় ব্যাডমিন্টনকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। মালয়েশিয়া, ডেনমার্ক ও ইন্দোনেশিয়াকে পর পর হারিয়ে থমাস কাপ-২০২২ এর চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় টিম। এইচএস প্রণয় , কিদাম্বি শ্রীকান্ত , লক্ষ্য সেনদের এই সাফল্য ব্যাডমিন্টনের নকশা পাল্টে দিয়েছে। দেশে ফেরার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন থমাস কাপ জয়ীরা। আজ, রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা প্রদান করলেন লক্ষ্য-শ্রীকান্তদের। পাশাপাশি মোদী দেখা করেন, উবের কাপে অংশ নেওয়া মহিলা দলের সঙ্গেও।১৪ বারের থমাস কাপ চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলাররা। ৩-০ ব্যবধানে দাপটের সঙ্গে ফাইনালে জিতে নেন লক্ষ্যরা। থমাস কাপজয়ী লক্ষ্য-শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি দেশের তরফে তাঁদের সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটা সত্যি কোনও ছোটোখাটো কৃতিত্ব নয়। ‘হ্যাঁ, আমরাও করতে পারি’-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তিতে পরিণত হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।”প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা ও সংবর্ধনা পেয়ে বিশ্বের প্রাক্তন এক নম্বর শ্রীকান্ত বলেন, “আমাদের প্লেয়াররা সব সময় গর্বিত বোধ করবে, কারণ আমাদের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে। এটা অতুলনীয়। আমাদের ম্যাচের পর তিনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন তাতে আমি খুবই খুশি। এটা সকল প্লেয়ারকে আরও ভালো পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করবে।”