জনতার কলম প্রতিনিধিঃ- আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্স আগেই ছিটকে গিয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছেন রোহিত শর্মারা। এই আইপিএল থেকে নতুন করে পাওয়ার কিছু নেই । তবে দিল্লি ক্যাপিটালসের প্লে অফে ওঠার রাস্তা বন্ধ করে দিতে পারেন রোহিতরাই। ওয়াংখেড়েতে আজ দিল্লি ক্যাপিটালসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইকে হারিয়েছিল দিল্লি। এবার সেই বদলাটা নিতে চান রোহিতরা । আর ঋষভদের কাছে এই ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মিচেল মার্শরা। নেট রান রেটে ব্যাঙ্গালোরের চেয়ে অনেকটাই এগিয়ে দিল্লি । মুম্বইকে হারালেই কলকাতার টিকিট কনফার্ম হয়ে যাবে । ডু অর ডাই ম্যাচে তাই অল আউট ঝাঁপানোই প্রধান লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে বিরাটের মুখে হাসি ফোটাতে পারেন রোহিতই । দিল্লিকে হারালেই প্লে অফে পৌঁছে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । গুজরাতকে হারানোর পর মুম্বইয়ের হয়ে গলা ফাটাতে দেখা যায় বিরাট , ডুপ্লেসিদের । আজ রাতের ম্যাচেও টিভির পর্দা ছেড়ে উঠবেন না আরসিবির ক্রিকেটাররা ।