Site icon janatar kalam

আমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল 2022 এর ফাইনাল ম্যাচ

জনতার কলম প্রতিনিধিঃ- ঠিক হয়ে গেল আইপিএলের ফাইনাল ম্যাচ ও প্লে অফের ২ টি ম্যাচের ভেনু। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হতে চলেছে এবারের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে প্লে অফের ২ টো ম্যাচ। জানা গিয়েছে লিগ পর্বে পঞ্চাশ শতাংশ দর্শক অনুমতি দেওয়া হলেও পরে প্লে ওফে ১০০ শতাংশ দর্শক মাঠে ঢুকতে পারবে। চলতি মরসুমের আইপিএলের ফাইনালে আয়োজিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, এটুকু মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে তিনটে প্লে অফ যদিও কলকাতা নাও আয়োজন করে অন্তত কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ দুটো হয়ত খেলা হবে ইডেন গার্ডেন্সে। আগামী ২২ মে পর্যন্ত আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচ হবে। এরপর আইপিলের প্লে-অফ শুরু ২৪ মে। সূত্রের খবর, কলকাতাতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ কলকাতায় ২৬ মে। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। আমদাবাদে হবে সেই ম্যাচ। ইডেনে ১০০ শতাংশ দর্শক থাকবেন বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ।

Exit mobile version