জনতার কলম প্রতিনিধি:- মঙ্গলবার এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগে রাজস্থানের নতুন অধিনায়ক সঞ্জু স্যামসনের আশা, তাঁর দল এবার ভয়হীন ক্রিকেট খেলবে এবং ১৩ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হবে। বলা চলে ২০০৮ সালে সদ্য প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান। তারপর থেকে আর চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। এবার চ্যাম্পিয়ন হওয়ার আশায় শক্তিশালী দল গড়েছেন এই ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সঞ্জু ছাড়াও দলে আছেন জশ বাটলার, দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহলরা।প্রথম ম্যাচের আগে সঞ্জু বলেছেন, ‘যত দ্রুত সম্ভব দল গুছিয়ে নেওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য। এবার আমাদের দল কয়েকজন নতুন সদস্য আছে। আমাদের দলে বেশ কিছু বদল এসেছে। তাই সতীর্থদের সবার মধ্যে বোঝাপড়া গড়ে তোলা গুরুত্বপূর্ণ।’ তাছাড়া আরও বলেছেন, ‘আমরা গত দু-তিনটি মরসুমে অনেককিছু শিখেছি। এবারের আইপিএলের নিলামের আগে আমরা দল নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমাদের দল সত্যিই ভাল হয়েছে। আমাদের দলে যেমন বেশ কয়েকজন ভাল ভারতীয় ক্রিকেটার আছে, তেমনই ভালমানের বিদেশি ক্রিকেটাররাও আছে। আইপিএল বেশ কিছুদিন ধরে চলবে। সব ক্রিকেটারের মানসিকতা, ফিটনেস ও ফর্ম বুঝে নিতে হবে আমাদের। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যেতে পারে। আমাদের দলে এবার অনেক বেশি অপশন আছে।’