জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একদিকে যখন রাজ্যের ক্রিকেটের পরিবেশ কে কলুষিত করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে রাজ্যের ক্রিকেটের সংস্থা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দুইপক্ষ, ঠিক তখনই এই ক্রিকেটের সুনাম বজায় রাখার উদ্দেশ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্রগতি এবং উদয়পুরের কেবিয়াই কোচিং সেন্টার এর মধ্যে। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রগতি, নির্ধারিত ৩০ ওভারে প্রগতি বিপক্ষ কেবিআই কোচিং সেন্টার কে ১১৬ রানের টার্গেট ছুঁড়ে দেয়, জবাবে ব্যাট করতে নেমে কেবিআই কোচিং সেন্টার মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায় প্রগতি এই ম্যাচ ৯ রানে জিতে নেয়। প্রগতির হয়ে সর্বোচ্চ রান করেন অনিকেষ বিশ্বাস ব্যক্তিগত ২৯ রান করেন তিনি, তাছাড়া শ্রেষ্ঠাংশু দেব ২২ রান, ইয়াশ দেববর্মন ১২ রান এবং রাহুল খান ১৫ রান করেন । ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়ে ও প্রগতি নিজেদের ছাপ রেখে দেয়। প্রগতি দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট দখল করেছেন রাহুল খান এবং ঋদ্ধিমান কর দুই উইকেট নেন, তাছাড়া ইয়াস, শিবরাজ এবং দেবু একটি করে উইকেট দখল করেন। এমন একটি মুহূর্ত যেখানে সংস্থা নিজেদের স্বার্থ আদায়ের লক্ষ্যে খেলোয়ারদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছেন সেই মুহূর্তে উদয়পুরের কেবিয়াই এবং রাজধানীর প্রগতি নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত করে “ক্রিকেট শুধু খেলা নয় ক্রীড়া প্রেমীদের ফিলিংস” সেই বার্তাটাই ছড়িয়ে দিয়েছেন বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা।
Leave a Comment