জনতার কলম ওয়েবডেস্ক :- দেখতে দেখতে ১৬ বছর অতিক্রম করল বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। এই বছরগুলিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে আইপিএল, পাশাপাশি প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দর্শকদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছে। প্রতিটি ম্যাচেই প্রায় স্টেডিয়াম ভর্তি লোক দেখতে পাওয়া যায়, যে কারণে আইপিএলের ক্রেজ দিন দিন বেড়েই চলেছে। আর এরই মধ্যে অন্যতম বড় এক দল হল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই দলের সঙ্গে দীর্ঘ ১৬ বছর সম্পর্ক রেখেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ , ১৬ বছরে ট্রফির দেখা না পেলেও দলের ভক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তবে এটি মধ্যে উঠে আসছে এক বড় খবর।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিদের কোচ সঞ্জয় বাঙরকে ছেঁটে ফেলল। সেই সাথে ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন বাদ গেলেন দলের কোচিং থেকে। যদিও, এখনো পর্যন্ত আরসিবি নতুন কোচের নাম ঘোষণা করেনি। ১৬ বছরের আইপিএলে এখনো পর্যন্ত তাদের ট্রফি অধরা রয়েছে। নতুন কোচ এনে তারা সেই খরা কাটানোর চেষ্টা করবে। যদিও , হেসন এবং বাঙ্গারের সঙ্গে বিরাটদের সম্পর্ক ভালো। বলা যেতে পারে, বিরাটের কামব্যাকের পিছনে সঞ্জয় বাঙরের বেশ ভূমিকা ছিল। সেই কোচকেই আরসিবি ছেঁটে ফেলল। তবে, বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হয়েছে। তবে, এবার বেঙ্গালুরু দল এমন একজনকে চাইছে যিনি নতুন ভাবনা আনতে পারবেন। ট্রফি জেতার জন্য আরসিবি মরিয়া হয়ে উঠেছে। দলের ৩ মুখ্য ব্যাটসম্যান কোহলি, ডু প্লেসিস, ম্যাক্সওয়েল রান পেলেও বাঁকি ব্যাটসম্যানরা ছিল ফ্লপ। নতুন কোচকে নিয়ে নতুন ছন্দে করতে চলেছে নতুন আইপিএলের শুরু।
কোচের পরিবর্তন হয়েছে LSG ব্রিগেডে
ইতিমধ্যেই জাস্টিন ল্যাঙ্গারকে লখনউ সুপার জায়ান্টস কোচ করেছে। এর আগে কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তাকে সরিয়ে এবার ল্যাঙ্গারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবস্থায় ফ্লাওয়ারকে অন্য দলের কোচ হিসেবে দেখা যাবে। এই পরিস্থিতিতে লখনৌ দলের পরম শত্রু দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলেও দেখা যেতে পারে।