janatar kalam Home খেলা দু’দলের সৌভ্রাতৃত্ব সম্পর্ক অটুট রাখতে এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন – প্রনব সরকার
খেলা

দু’দলের সৌভ্রাতৃত্ব সম্পর্ক অটুট রাখতে এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন – প্রনব সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ত্রিপুরা পুলিশ দপ্তরের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব হোয়াইট ক্রিকেট টিম বনাম ত্রিপুরা পুলিশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার নার্সিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। এই উপলক্ষ্যে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এসপি পিনাকী সামন্ত, প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রীতি ক্রিকেট ম্যাচের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে প্রেসক্লাব টিমের দুই কো-অর্ডিনেটর সুপ্রভাত দেবনাথ এবং প্রবীর দেববর্মার হাতে জার্সি তুলে দেওয়া হয়। এদিন প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়মিত জারি রাখার মধ্য দিয়ে দু’দলের সৌভ্রাতৃত্ব সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। তাছাড়া এদিন এসপি পিনাকী সামন্তও উনার বক্তৃতায় দুটো পেশা ভিন্নতর হলেও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক অটুট রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস কমিটির কনভেনার তথা যুগ্ম সম্পাদক দেবব্রত চক্রবর্তী এবং রমাকান্ত দে।

Exit mobile version