জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় সাই স্যাগ ও আনন্দ ভবন। ম্যাচে ৯-০ গোলের ব্যবধানে জয় লাভ করে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এ- গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে লিগ শেষ করে আনন্দ ভবন। যদিও এদিনের ম্যাচকে ঘিরে প্রশ্ন চিন্হের মুখে এসে দাঁড়িয়ে এিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। ম্যাচটি ৯০ মিনিট এর পরিবর্তে ৭০ মিনিট খেলানো নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এদিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকা রেফারি শিবজ্যোতি চক্রবর্তী জানান যেহেতু ম্যাচটি নিয়ম রক্ষার ছিল পাশাপাশি উভয় দলের খেলোয়াড়েরা ম্যাচের সময় কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, সেজন্য ম্যাচটি ৯০ মিনিট এর জায়গায় ৭০ মিনিট খেলানো হয়।