Site icon janatar kalam

৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে সাফ কাপ ভারতের শিরোপায়

জনতার কলম ওয়েবডেস্ক :- সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলেন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে ইগর স্তিমাচের ছেলেরা। ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে সাফ কাপ ঘরে তোলেন সুনীল-মহেশ সিংরা।
সেমিফাইনালের মতো ফাইনালেও ভারতকে জেতালেন গোলরক্ষক গুরপ্রীত সিং। এ নিয়ে নয়বার সাফ কাপ জিতল ভারত।
গ্রুপ লিগের খেলায় শেষ মুহুর্তে আনোয়ার আলির আত্মঘাতী গোলে কুয়েতের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছিল সুনীল ছেত্রীদের। ওই কারণেই এদিন মন্থর গতিতে খেলা শুরু করে ইগর স্তিমাচের শিষ্যরা। চার মিনিটের মাথায় সুনীলের হেড সরাসরি কুয়েতের গোলরক্ষকের হাতে যায়। দু’মিনিট বাদে কর্নার আদায় করে নেয় ভারত। কিন্তু কোনও লাভ হয়নি। এর পরেই ম্যাচের রাশ ধীরে-ধীরে নিজেদের হাতে তুলে নেয় রুই ফার্নান্দো বেন্তের ছেলেরা। ১৪ মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন কুয়েতের আলখালদি। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভারতীয় খেলোয়াড়রা। ধীরে ধীরে মাঝমাঠের দখল নিয়ে নেয় ভারত। ৩৪ মিনিটে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন আনোয়ার আলি। ৩৮ মিনিটে সাহাল সামাদ পাস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ছাঙতেকে। মণিপুরের ফুটবলার গোল করে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফেরান। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা চালায় দুই দলই। ৫২ মিনিটে সুনীলকে লক্ষ্য করে কুয়েতের বক্সে বল বাড়ান সাহাল। কিন্তু সেই বলের নাগাল পাননি সুনীল। ভারতের লাগাতার আক্রমণে কিছুটা চাপে পড়ে যায় কুয়েতের রক্ষণভাগ। ৭১ মিনিটে মহেশ সিংহ এবং রোহিত কুমারকে এক সঙ্গে মাঠে নামিয়ে রক্ষণ সংগঠন মজবুত করার চেষ্টা করেন সহকারী কোচ মহেশ গাউলি। দুই দল একাধিক চেষ্টা চালালেও দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোল পায়নি। শেষ পর্যন্ত অমীমাংসিত অবস্থায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু ৩০ মিনিটের খেলাতেও কোনও দল জয়ের জন্য কাঙ্খিত গোল পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Exit mobile version