জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মহিলা ক্রিকেটের মান উন্নয়নে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। সম্প্রতি মেলাঘরে অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এবার শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ আন্ত স্কুল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। রাজ্য ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই স্কুল মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি স্কুল। তাই অংশগ্রহণকারী স্কুলগুলির ক্রিকেটারদের হাতে এবার বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। মঙ্গলবার আগরতলা এমবিবি ক্লাব হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেন এসোসিয়েশনের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন টি সি এর সভাপতি, সহ-সভাপতি সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা।