Site icon janatar kalam

রাজ্যে দাবা খেলার প্রসারে উদ্যোগী সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়কে সংবর্ধনা জানালেন ত্রিপুরা চেস এসোসিয়েশন। আলোচনা করা হয় দাবার উন্নয়ন নিয়ে।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার কাজ যখন শুরু হয়েছে, ঠিক তখন অন্যদিকে মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে নবনির্বাচিত বিধায়করা সম্বর্ধনার জোয়ারে বাসছেন। প্রায় প্রতিদিনই কোন না কোন সংগঠনের তরফে মন্ত্রী বিধায়কদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। রবিবার সরকারি ছুটির দিন ফের আরো একবার এমনটা দেখা গেল। এদিন আরো একবার সংবর্ধিত হলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী শ্রী রায়ের নিজ বাসভবনে সকালে ছুটে গিয়ে দপ্তরের নতুন মন্ত্রীকে সংবর্ধনা জানালো অল ত্রিপুরা চেস এসোসিয়েশন। সংগঠনের সভাপতি প্রশান্ত কুন্ডু ও সাধারণ সম্পাদক দীপক সাহার নেতৃত্বে এক প্রতিনিধিদল এদিন মন্ত্রীর বাড়িতে গিয়ে মন্ত্রীর হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানান। শুধু তাই নয়, সংবর্ধনা প্রদানকালে রাজ্য দাবাসংস্থার কাজকর্ম এবং বেশ কিছু সমস্যা প্রতিনিধি দলের সদস্যরা তুলে ধরেন মন্ত্রীর কাছে। পরে মন্ত্রী শ্রী রায় প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন যে, রাজ্যের দাবার প্রসারে এবং দাবার উন্নয়নে সর্বোচ্চভাবে রাজ্য দাবার সংস্থাকে সহযোগিতা করবে। একই সাথে দাবা খেলার উন্নয়নে সবাইকে আরো বেশি করে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

Exit mobile version