Site icon janatar kalam

স্পিন অস্ত্রেই ঘায়েল ভারত, ৫৫ রানে পড়ল ৫ উইকেট

জনতার কলম ওয়েবডেস্ক :- স্পিন অস্ত্রে প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে কাবু করেছিল ভারত । এবার সেই স্পিন ওষুধেই ঘায়েল রোহিত শর্মারা । ১২ ওভারেই ৪৫ রানে পাঁচ উইকেট হারাল টিম ইন্ডিয়া । শ্রেয়স আইয়ারের আগে জাদেজাকে নামানোর সিদ্ধান্ত কার্যকর হল না।এলবিডব্লিউ হতে হতে বেঁচে গিয়ে তার পরের বলেই ক্যাচ আউট তিনি। শ্রেয়সও প্লেড অন হলেন। ক্রিজে এখন বিরাট কোহলির সঙ্গে শ্রীকর ভরত।

ইন্দোরের পিচ বরাবর পাটা, ব্যাটারদের স্বর্গ। র‍্যাঙ্ক টার্নার যাকে বলে তা তৃতীয় দিন থেকে হয়ে ওঠে। এই টেস্টে কিন্তু প্রথম দিন, প্রথম সেশন থেকে বল ঘুরছে। তার থেকেও বিপজ্জনক, নিচু হয়ে যাচ্ছে। পুজারার শট সিলেকশন ভুল ছিল ঠিকই কিন্তু বল এতটা নিচু হবে তিনি ভাবতে পারেননি। ভারতের যদি এই অবস্থা হয়, অশ্বিন-জাদেজাদের সামনে অস্ট্রেলিয়ার কী হবে ভগবান জানেন। এই টেস্ট তিনদিন চললে বিরাট ব্যাপার। অবশেষে কে এল রাহুলকে শুভমান গিলকে। খেলানো হয়েছিল। তিনি শুরুটা ভালোই করেছিলেন। পেসারদের বিরুদ্ধে বাউন্ডারি মারলেন তিনটে। ১৮ বলে ২১ রান করে বাঁ হাতি স্পিনার কুনেমানের বলে আউট হয়ে গেলেন তিনি। রোহিত শর্মা স্বভাববিরুদ্ধ শট খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন।

এদিকে এই সিরিজে প্রথমবার টসে জিতলেন রোহিত। টসে জিতে ব্যাট নিয়ে বড় রান চাপানোই ছিল লক্ষ্য। কিন্তু দুই অজি স্পিনারের দাপটে এখন ধুঁকছে ভারত। ম্যাথিউ কুনেমান নিয়েছেন তিন উইকেট এবং নাথান লিয়ঁ দুটি। যা পরিস্থিতি, ভারতের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে কোহলির উপর।

Exit mobile version