Site icon janatar kalam

১৪ মে ধোনির কেরিয়ারে শেষ ম্যাচ খেলবেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৪ মে মহেন্দ্র সিং ধোনি তাঁর ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেলবেন। চেন্নাই সুপার কিংস সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সেই খবর অনুসারে, চেন্নাই সুপারি কিংস যদি প্লে অফে উঠতে না পারলে ১৪ মে ধোনির কেরিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকবে।চেন্নাই সুপারি কিংসের এক পদস্থ কর্তা ইনসাইড স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাত্‍কারে বলেছেন, এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে, আসন্ন আইপিএল ধোনির ক্রিকেট জীবনের শেষ ম্য়াচ হতে চলেছে। তবে ধোনি এখনও সরকারিভাবে দলকে কিছু জানায়নি। ধোনি তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন।এই সিদ্ধান্ত ক্রিকেটারে একান্তই নিজস্ব। দলের এই বিষয়ে বলার কিছু নেই। আইপিএল চেন্নাইতে দীর্ঘদিন বাদে ফিরে আসায় খুশি চেন্নাইয়ের বাসিন্দারা। তবে ধোনির অবসরের সিদ্ধান্ত রাজ্যবাসী ও ধোনি ভক্তদের হতাশ করেছে।ওই পদস্থকর্তা আরও বলেন, বেন স্টোকসে পাওয়ায় চেন্নাই সুপারকিংসের পাল্লা অনেকটাই ভারী হয়েছে। বেন স্টোকস একজন ম্যাচ উইনার খেলোয়াড় নন। দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তাঁর রয়েছে। ধোনি চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ছাড়লে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে,সে ব্যাপারে ধোনি সিদ্ধান্ত নেবেন। চেন্নাই সুপার কিংস শুধু ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয়নি। দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ফলে, সকলের সঙ্গে সকলের বোঝাপড়ার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। ধোনিকে খুব ভালোভাবেই সামলেছেন।

Exit mobile version