Site icon janatar kalam

দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার লখনউতে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।১ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতেন হার্দিক পাণ্ডিয়ারা।‌ লো স্কোরিং ম্যাচ হলেও জিততে যথেষ্ট বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে নিউজিল্যান্ড।রান তাড়া করতে নেমে জয় পেতে ১৯.৫ ওভার অপেক্ষা করতে হয় ভারতকে। কিউয়িদের ইনিংসের পর মনে হয়েছিল অনায়াসেই জিতবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। অবশেষে সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া জুটি কষ্টার্জিত জয় এনে দেয়। একদিনের সিরিজে দুরমুশ হওয়ার পর জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। সিরিজে টিকে থাকতে এদিন জিততেই হত ভারতকে।টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিন্তু সেটাই বুমেরাং হয়ে ফিরে আসে। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে কিউয়িরা।‌ কোনও ব্যাটারই রান পায়নি। সর্বোচ্চ রান মিচেল স্যান্টনারের। ১৯ রান করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ তোলে কিউয়িরা।‌ জোড়া উইকেট নেন অর্শদীপ সিং। শিবম মাভি বাদে সবাই উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার আবার ব্যর্থ। শুভমন গিল (১১), ঈশান কিষাণ (১৯), রাহুল ত্রিপাঠী (১৩) অল্প রানের মধ্যে ফিরে যান। ব্যাটিং লাইন আপে প্রমোট করে পাঁচ নম্বরে ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হয়। কিন্তু মাত্র ১০ রানে ফিরে যান। শেষমেষ ভারতকে জয়সূচক রানে পৌঁছে দেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। ২৬ রানে অপরাজিত থাকেন মিস্টার ৩৬০ ডিগ্রি। ১৫ রানে নটআউট হার্দিক। জিতলেও যথেষ্ট বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। ম্যাচ শেষে লখনউয়ের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হার্দিক পাণ্ডিয়া।‌

Exit mobile version