Site icon janatar kalam

আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানের দুর্দান্ত জয় লাভ করলো ভারতীয় দল

জনতার কলম ওয়েবডেস্ক :- পূর্ব লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে চলমান মহিলাদের T20 আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানের দুর্দান্ত জয় লাভ করলো ভারতীয় দল, দলের হয়ে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন দীপ্তি শর্মা এবং অভিষেক ম্যাচেই কামাল করেছেন আমানজত কৌর। টসে জিতে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক সুনে লুস, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কাল দেখা গিয়েছিল স্মৃতি মন্ধনাকে, প্রথমে বোলিং করতে এসে ১৪ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক, ওপেনিং করতে আশা ইয়াস্তিকা ভাটিয়া ৩৪ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, তবে স্মৃতি আউট হওয়ার সাথে সাথেই হারলিন দেওল 8 ও জেমিমাহ রদ্রিগেস প্রথম বলে শূন্য রান করে বিদায় নেন।১২ ওভারের মধ্যেই ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল, তবে দীপ্তি শর্মার ৩৩ এবং অভিষেক করা আমানজত কৌর অপরাজিত ৪১ রান বানান, এবং ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ ৭৬ রানের সাহায্যে প্রতিযোগিতায় ফিরে আসে ভারত। ২০ ওভারে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান বানাতে সক্ষম হয়েছিল। দক্ষিন আফ্রিকার হয়ে ২ টি উইকেট নেন ননকুলুলেকো ম্লাবা, ১৪৮ রানের লক্ষ্য তারা করতে এসে দক্ষিণ আফ্রিকা ব্যাট হাতে ধারাবাহিক ছন্দ খুঁজে পেতে লড়াই করতে হয়েছিল কারণ মারিজেন ক্যাপ ২২, সুনে লুউস ২৯ এবং ক্লোয়ে ট্রিয়নের ২৬ রান ছাড়া বাঁকি ব্যাটসম্যানরা রান বানাতে হয়েছেন ব্যার্থ। দলের হয়ে ৩ টি উইকেট নেন দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য নিয়েছেন ২ টি উইকেট।সাহসী প্রচেষ্টা সত্ত্বেও নিয়মিত উইকেট পতনের কারণে প্রয়োজনীয় রানের হার বাড়তে থাকে। এবং ভারত শেষ দুই ওভারে তিনটি দ্রুত উইকেট নিয়ে ২৭ রানের জয় নিশ্চিত করতে এবং ত্রিদেশীয় প্রতিযোগিতায় প্রথম ম্যাচে লিড নিয়েছে, ম্যাচের সেরা আমনজত। ২১ জানুয়ারি শনিবার ভারতীয় দল আবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ১০-২৬ ফেব্রুয়ারি চলবে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ, এর আগেই ত্রিদেশীয় সিরিজ খেলে নিচ্ছে ভারতীয় দল, প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে আছে ভারতীয় দল।

Exit mobile version