Site icon janatar kalam

সব ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি মেসি-রোনাল্ডো ম্যাচের বল গড়াবে আরব দেশে

জনতার কলম ওয়েবডেস্ক :- সব ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি মেসি-রোনাল্ডো ম্যাচের বল গড়াবে আরব দেশে। এই ম্যাচ দেখার জন্য পারদ চড়ছে। খেলা দেখার আগ্রহ বাড়ছে সমর্থকদের মধ্যে। খবরের ভিতরের খবর বলছে, পিএসজি ও আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলটির ম্যাচ টিকিটের জন্য ২০ লক্ষেরও বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন।আল হিলাল ও আল নাসের ক্লাবের প্লেয়ারদের নিয়ে গঠিত হবে একটি মিলিত দল। উলটো দিকে থাকবে লিও মেসি-নেইমার-এমবাপের প্যারিস সাঁ জাঁ। সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর অভিষেক এখনও হয়নি রোনাল্ডোর। ১৯ তারিখ আরব মুলুকে অভিষেক হতে চলেছে ‘সিআর সেভেন’-এর। তবে আল নাসেরের হয়ে রোনাল্ডোর অভিষেক হবে ২২ জানুয়ারি। আল নাসেরের প্রতিপক্ষ এত্তিফাক। সূত্রের খবর, এই ম্যাচের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। একসময়ে অনলাইনে টিকিট কাটার জন্য প্রায় ২০ লক্ষ মানুষ অপেক্ষারত ছিলেন। এর আগে ক্লাব পর্যায়ে মেসি ও রোনাল্ডো বহুবার মুখোমুখি হয়েছেন লা লিগায়। তবে দুই তারকারই ঠিকানা বদলে গিয়েছে এখন। রোনাল্ডো চলে এসেছেন সৌদি আরবে। মেসির নতুন ঠিকানা প্যারিস সাঁ জাঁ।
বিশ্বকাপ পর্ব এখন শেষ। মেসি নেমে পড়েছেন ক্লাবের হয়ে। গোলও করেছেন। রোনাল্ডো এখনও নামেননি। ১৯ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। মেসির সামনে রোনাল্ডো। গোটা বিশ্ব তাকিয়ে সেই ম্যাচের দিকে। আরব দেশে অভিষেক রোনাল্ডোর।

Exit mobile version