জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৬ জানুয়ারি থেকে চেন্নাইয়ের তিরুচিরাপল্লীতে শুরু হতে চলেছে ৪৪ তম জুনিয়র বালকদের হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা উমাকান্ত হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত হল রাজ্য দল গঠনের শিবির। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ জন হ্যান্ডবল খেলোয়াড় অংশ নেয়। এদের মধ্য থেকে বাছাই করা ২৬ জনকে নিয়ে গঠিত হবে চূড়ান্ত রাজ্য দল। যারা চলতি মাসের শেষ দিকে চেন্নাইয়ে আয়োজিত জাতীয় আসরে রাজ্যের হয়ে মাঠে নামবে। কিন্তু জাতীয় আসরে রাজ্য দল অংশ নিলেও রাজ্য ক্রীড়া পর্ষদের ভূমিকা নিয়ে এখন উঠছে প্রশ্ন। অভিযোগ সরকারি কোন সহযোগিতা ছাড়াই রাজ্যের হ্যান্ডবল খেলোয়াড়রা জাতীয় আসরে অংশ নেবে। সম্পূর্ণ ব্যক্তিগত খরচেই খেলোয়াড়রা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। শিবির চলাকালীন সময়ে এমনটাই আক্ষেপের সুরে জানালেন রাজ্য হ্যান্ডবল এসোসিয়েশনের সহ- সভানেত্রী জবা পাল দত্ত।