Site icon janatar kalam

মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের জন্য : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা জাতীয় স্তরে ও আন্তর্জাতিক স্তরে খেলাধূলায় অংশ নিয়ে মেডেল এনেছে তাদের জন্য চাকরির দরজা খুলে দিতে চাইছে রাজ্য সরকার। চাকুরী ক্ষেত্রে তাদের জন্য পাঁচ শতাংশ রিজার্ভেশন রেখে । এই রিজার্ভেশনের সব কিছু প্রসেস হয়ে গেছে । আগামী কিছুদিনের মধ্যে মন্ত্রী সভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের জন্য। যেইটা ত্রিপুরা রাজ্যে ছিল না নির্বাচন ঘোষণার আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে রাজ্য সরকার। সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্ধোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া প্রেমিদের এমনই সুখবর দিয়ে উৎসাহিত করলেন অনুষ্ঠানের প্রধান বক্তা তথা ক্রীড়া যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাঁচ কোটি টাকা ব্যয়ে বিলোনিয়া বিকেআই গ্ৰাউন্ডকে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ গড়ে তোলা হয় রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে। শুক্রবার ছিল সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্ধোধন। এই উদ্ধোধনকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমিদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় এই দিন। প্রথমে ফলক উন্মোচন করে ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী পায়ে পায়ে ফুটবল এগিয়ে নিয়ে গোলবারে বল মেরে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্ধোধন করেন। সাথে ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ক্রীড়া যুব কল্যাণ বিষয়ক আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। এরপর বিকে আই সাধ্য শত বর্ষ মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা করেন ক্রীড়া মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা । উদ্ধোধনী শেষে সংঙ্গীত পরিবেশন করেন বিলোনিয়ার বিশিষ্ট শিল্পিরা । সঙ্গীত পরিবেশনের পরেই ক্রীড়া আধিকারিকের স্বাগত বক্তব্য ও বিধায়কের বক্তব্যের পরেই উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চে আলোচনা রাখেন ক্রীড়া যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Exit mobile version