Site icon janatar kalam

ফাইনালে জয় ছিনিয়ে নিল এগিয়ে চলো সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর সিনিয়র আমন্ত্রণ মূলক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এম.বি.বি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মুখোমুখি হয় চাষ্পামুড়া কোচিং সেন্টার ও এগিয়ে চলো সংঘ। ম্যাচে চাষ্পামুড়া কোচিং সেন্টারকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় এগিয়ে চলো সংঘ। খেলার প্রথমে ব্যাট করতে নেমে চাম্পামুরা কোচিং সেন্টার 43 ওভারে 10টি উইকেট হারিয়ে 104 রান করে। চাম্পামুরা কোচিং সেন্টারের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেছে নিকিতা দেবনাথ ২৮ রান, প্রিয়া এিপুরা ১৮ রান ও শিউলি চক্রবর্তী করে ১৫ রান ।চাষ্পামুড়া কোচিং সেন্টার এর হয়ে ভালো বোলিং করেন রুম্পা সিং ও প্রিয়াঙ্কা দাস উভয়ে ১ টি করে উইকেট তুলে নেয়।অপরদিকে এগিয়ে চলো সংঘ 25 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে 108 রান করে জয় ছিনিয়ে নেয়। এগিয়ে চলো সংঘের হয়ে ভালো ব্যাটিং করেন সুলখনা রায় ২৩ রানে ও রিজু সাহা ৩৩ রানে অপরাজিত থাকে। এগিয়ে চলো সংঘের হয়ে অন্নপূর্ণা দাস ৩ টি উইকেট তুলে নেয়।

Exit mobile version