জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার অনুষ্ঠিত হবে রাখাল মেমোরিয়াল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মুখোমুখি হবে গতবারের ফাইনাল খেলা দুটি দল ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘ।গতবার ফাইনালে এগিয়ে চলো সংঘের কাছে পরাজিত হয়েছিল ফরওয়ার্ড ক্লাব। এবছর সেই পরাজয়কে ভুলে মাঠে নামবে ফরওয়ার্ড। জানান কোচ সুভাষ বোস। ফাইনালে নামার আগে শেষ প্রস্তুতি ফরওয়ার্ড ক্লাবের।