Site icon janatar kalam

ফাইনালের শেষ প্রস্তুতি ফরওয়ার্ড ক্লাবের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার অনুষ্ঠিত হবে রাখাল মেমোরিয়াল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মুখোমুখি হবে গতবারের ফাইনাল খেলা দুটি দল ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘ।গতবার ফাইনালে এগিয়ে চলো সংঘের কাছে পরাজিত হয়েছিল ফরওয়ার্ড ক্লাব। এবছর সেই পরাজয়কে ভুলে মাঠে নামবে ফরওয়ার্ড। জানান কোচ সুভাষ বোস। ফাইনালে নামার আগে শেষ প্রস্তুতি ফরওয়ার্ড ক্লাবের।

Exit mobile version