Site icon janatar kalam

ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত আজীবন সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।শ্রীমতি ভৌমিক বলেন, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের জন্মলগ্ন থেকে শুরু করে এই উচ্চতায় পৌঁছানো পর্যন্ত, এই পথচলায় তাদের অবদান অপরিসীম। রবিবার তাদের মাঝে কিছুটা সময় কাটাতে পেরে শ্রীমতিভৌমিক সন্তোষ ব্যক্ত করেছেন। আগামীদিনেও তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্য ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সকলে মিলে একযোগে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

Exit mobile version