Site icon janatar kalam

রাজ্যের খেলাধুলার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পূর্বতন সরকারের তুলনায় বর্তমান সরকার খেলাধুলা ও শরীরচর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সর্বস্তরে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজ্যের খেলাধুলার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার। একটা সময় ছিল পরিকাঠামোগত উন্নয়নের জন্য খেলোয়াড়েরা নিজেদের শরীরচর্চা পর্যন্ত করতে পারত না। জাতীয় স্তরে ত্রিপুরার ছেলেমেয়েদের অবস্থান ছিল শূন্যের কোঠায়। গত কয়েক বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ সুনাম অর্জন করছে রাজ্যের খেলোয়াড়। মূল ভিত্তি হল রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। রবিবার ইন্ডিয়ান টি বোর্ড এর সহযোগিতায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রান ফর টি আয়োজন করা হয়। বীরচন্দ্র স্টেট লাইব্রের সামনে থেকে এদিন পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার এবং মহিলা বিভাগে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি তুলে ধরেন শ্রী মজুমদার। পুর নিগমের মেয়র এদিন টি বোর্ড অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার জন্য সমস্ত কার্যকর্তাদের সাধুবাদ জানিয়েছেন। বলেন শরীর চর্চার মাধ্যমেই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। তাই প্রতিনিয়ত এই ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।এদিনের প্রতিযোগিতায় এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

Exit mobile version