Site icon janatar kalam

খেলাধুলা যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে : পর্যটন মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মেধার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে। আজ বিলোনীয়া বি কে আই মাঠে দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক অশোক মিত্র, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ণ চৌধুরী, ক্রিকেটার মনিশঙ্কর মুডাসিং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল প্রমুখ।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, খেলাধুলার গুরুত্বের কথা বিবেচনা করে সরকার পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। গ্রামীণ ক্ষেত্র থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনা হচ্ছে। খেলাধুলার গুণগতমান বাড়ানো হচ্ছে। বিলোনীয়া বি কে আই মাঠকে সিন্থেটিক মাঠে পরিণত করা হয়েছে। রাজ্য সরকার চায় সবকা সাথ সবকা বিকাশ। নেশামুক্ত ত্রিপুরা গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পর্যটন মন্ত্রী। ফাইনাল ম্যাচে ঋষ্যমুখ স্টার-১১ টাইব্রেকারে ৫-৩ গোলে রূপাইছড়ি ওয়ারিয়র্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

Exit mobile version