Site icon janatar kalam

খুঁটি পূজা দিয়ে মায়ের আগমনী বার্তা দিলো রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হল মায়ের আগমনী বার্তা। রাজধানীর বিগ বাজেটের পূজো উদ্যোক্তারা বরাবরই একে অপরকে টেক্কা দিয়ে বিভিন্ন থিমের পূজার আয়োজন করে থাকে প্রতিবছর। এবছর রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারের পূজার থিম চাই না হতে উমা। রবিবার খুঁটি পুজা হয় রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার। এদিন লালবাহাদুর পঞ্চবটী এলাকায় হয় খুঁটি পূজা।

উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রনব সরকার, সম্পাদক সহ অন্যান্যরা। ক্লাব সভাপতি প্রনব সরকার জানান বড় আকারের দুর্গা পূজা করে থাকে প্রতিবছর লালবাহাদুর ব্যায়ামাগার। এই বছর লাল বাহাদুর ব্যায়ামাগারের দুর্গা পুজায় মূলত নারীদের উপর যে অত্যাচার হয় তার উপর নির্ভর করে এই থিম। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মণ্ডপ তৈরির কাজ।

 

 

Exit mobile version