Site icon janatar kalam

খারাপ আবহাওয়ায় হিমন্ত বিশ্ব শর্মার বিমান জরুরি অবতরণ, আগরতলায় স্বাগত জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ (রবিবার) একটি জরুরি পরিস্থিতির সম্মুখীন হন। দিব্রুগড় থেকে গুয়াহাটি যাওয়ার পথে তাঁর যাত্রীবাহী ইন্ডিগো ফ্লাইটটি গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অসম মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO) এই তথ্য নিশ্চিত করেছে।  

বিমানবন্দরে আগমনের পর, ত্রিপুরার পর্যটন ও পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রী শর্মাকে অভ্যর্থনা জানান। তিনি আগরতলা বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রী চৌধুরী এই ঘটনাকে আন্তঃরাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

 

Exit mobile version