জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার নতুন তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। ১ জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও তিনটি আইন বাস্তবায়ন হয়েছে। এই তিনটা আইন বাতিলের দাবিতে রাজ্যেও আন্দোলন চলছে। শুক্রবার রাজপথে নামলো সিপিআই এম এল। এদিন দলের তরফে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় বিক্ষোভ সভা।
এদিন দলের রাজ্য কমিটির তরফে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা। তারা নেট ও নীট পরীক্ষায় কেলেঙ্কারি নিয়েও সরব হন।তারা দাবি জানায় কেন্দ্রিয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের।আই জি এম হাসপাতালকে বেসরকারি হাতে তুলে না দেওয়ার দাবি সিপি আই এম এলের। এদিন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচীর অঙ্গ হিসেবে হয় এই বিক্ষোভ সভা।