Site icon janatar kalam

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাল বাম ছাত্র যুব সংঘটন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাল বাম ছাত্র সংগঠনদ্বয় এসএফআই–টিএসইউ। বৃহস্পতিবার দুই সংগঠনের তরফে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে। এদিন বিকেলে মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভে শামিল হয়।

সেখানে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং ধর্মেন্দ্র প্রধানের কুশ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি দাবি জানান নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিলের। উপস্থিত ছিলেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, সুজিত ত্রিপুরা, নেতাজী দেববর্মা। তাদের অভিযোগ দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যত বিপন্ন। আরও অভিযোগ নীটের পর ইউ জি সি নেট পরীক্ষা নিয়েও হয়েছে দুর্নীতি।

 

Exit mobile version