Site icon janatar kalam

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে আক্রমণের চেষ্টা, জনতা দরবারে তাঁকে ঘুষি মারার চেষ্টা এক যুবকের

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও সাংসদ গিরিরাজ সিংকে আক্রমণের চেষ্টা করা হয়েছে। আসলে বেগুসরাইয়ের বালিয়া ব্লকে জনতা দরবারের সময় গিরিরাজ সিং শুনছিলেন মানুষের সমস্যার কথা। তখন সাদা ক্যাপ পরা এক ব্যক্তি সেখানে পৌঁছে প্রথমে মাইক নিয়ে কিছু বাজে কথা বলেন।

যার বিরোধিতা করেন সেখানে উপস্থিত বিজেপি নেতারা। এরপর তিনি গিরিরাজের কাছে গিয়ে তাকে ঘুষি মারার চেষ্টা করেন। সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন। যুবকের পরিচয় বালিয়ার আপ নেতা সাহাজাদু জামা ওরফে সাইফ। যিনি একজন ওয়ার্ড কাউন্সিলরও বলে জানা গেছে।

পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এবং খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় গিরিরাজ বলেন, এ ধরনের ঘটনায় আমি ভীত নই। কিন্তু রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মতো লোকেরা ভোটের জন্য এই ব্যক্তির সমর্থনে দাঁড়াবে। কারণ তার দাড়ি আছে। ঘটনাটি ঘটেছে বালিয়া ব্লকে।

Exit mobile version