Site icon janatar kalam

কিসনা ডায়মন্ড ও গোল্ড এবছর ধনতেরাসে ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এলো চমকপ্রদ ছাড় ও উপহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের অতি খ্যাতনামা ডায়মন্ড ও গোল্ড গয়না প্রস্তুতকারী সংস্থা হরি কিসনা গ্রুপের কিসনা ডায়মন্ড ও গোল্ড এবছর ধনতেরাসে ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এলো চমকপ্রদ ছাড় ও উপহার। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংস্থার জেনারেল ম্যানেজার গোপাল চন্দ নাগ।

তিনি জানান হীরের গয়নায় ১০০ ছাড় ও যে কোন গয়না কেনাকাটায় লাকি ড্রতে চার চাকার গাড়ি জেতার সুযোগ। শুরু এছাড়া সোনার গয়নায় ২০ ছাড় ও প্রতিটি কেনাকাটার উপর তো আছেই বিশেষ সুযোগ। হীরের গয়না শুরু ৬৫০০ টাকা থেকে। বর্তমানে সারা ভারতে ৫০ টির বেশি ফ্র্যাঞ্চাইজি শোরুমের কথাও তুলে ধরা হয় কর্তৃপক্ষের তরফে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সি ও ঘনশ্যাম ঢোলকিয়া সহ অন্যরা।

Exit mobile version