জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদার সাংবিধানিক ধারা ৩৭০ ও ৩৫কে বাতিল সংক্রান্ত রায় ঘোষণা করছে সুপ্রিম কোর্ট।
এছাড়াও সর্বোচ্চ আদালত এদিন ৩৭০ ধারা বিলোপের রাষ্ট্রপতির নির্দেশ বহাল রেখেছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দ্রুত নির্বাচন কমিশনকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে ভোট করানোর নির্দেশ দিয়েছে এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার মধ্যে সাংবিধানিক লঙ্ঘন বলেও মনে করেনি।