জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাতসকালে ঝড়ে গাছ ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটিতে। ফলে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা রাজধানীর জগতপুর এলাকায়। রবিবার সকালে ঝড়-বৃষ্টি শুরু হয়। কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এদিন ঝড়ে আচমকা জগতপুর এলাকায় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপরে। এতে ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি।
বিপদজনক অবস্থায় পড়ে থাকে খুঁটিটি। বন্ধ হয়ে যায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় যান এবং সংযোগ ছিন্ন করে দিয়ে আসেন। বিদ্যুৎ নাথাকায় দুর্ভোগে পড়েন লোকজন। তারা দাবি জানান দ্রুত পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার।