Site icon janatar kalam

কামান চৌমনী এলাকায় চলবেনা ই রিস্কা, ক্ষোভে রাস্তা অবরোধ করে ত্রিপুরা ইরিস্ক শ্রমিক সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আগরতলা শহরে ক্রমবর্ধমান যানজটের সমস্যা সমাধানের লক্ষ্যে পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তর যৌথভাবে উদ্যোগ নিয়েছে কিছু কিছু রাস্তায় ই রিস্কা চলাচল বন্ধ করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর অন্যতম হরিগঙ্গা বসাক রোডে ই রিক্সা চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন রাজধানীরই রিস্কা চালকদের একাংশ। অবিলম্বে সরকারের নতুন এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য শনিবার হরিগঙ্গা বসাক রোডের কামান চৌমনী এলাকায় রাস্তা অবরোধ করে ত্রিপুরা ইরিস্ক শ্রমিক সংঘের সদস্যরা। তারা দাবি জানায় অবিলম্বে নতুন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে রাজধানী শহরে এভাবে ই রিস্কা গতিপথ পরিবর্তন করার আগে অবশ্যই যেন তাদের সঙ্গে আলোচনায় বসে।

 

 

Exit mobile version