জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মামলা তুলে নিতে চাপ আক্রান্তকে। অভিযোগ এতে রাজি না হওয়ায় মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র লাগোয়া এক কংগ্রেস কর্মীর বাড়িতে রাতের আঁধারে ব্যাপক ভাঙচুর, লুটপাট। অভিযোগ আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক রায়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীর বাড়িতে চলে হামলা। অভিযোগ সবটাই চলে এ ডি নগর থানার পুলিসের সামনে। যেন পুলিস ছিল দুষ্কৃতকারীদের পাহারাদার।
ঘটনার খবর পেয়ে শুক্রবার আক্রান্তের বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি সমস্ত কিছু ঘুরে দেখেন এবং কথা বলেন বাড়ির লোকজনের সঙ্গে। পরে আশিস বাবু জানান তিনি আক্রান্ত পরিবারের নিরাপত্তার জন্য এস পির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি দাবি জানিয়েছেন ঘটনায় যুক্তদের গ্রেপ্তার ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার।
দুই কিশোরের মধ্যে ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হন রাজধানীর এ ডি নগর বাগানবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা কুলদিপ বাহাদুর রায়ের ছোট ছেলে। ঘটনাটি ঘটে ১২ আগস্ট। ঘটনা জানিয়ে এ ডি নগর থানায় মামলা করেন আক্রান্ত যুবক। অভিযোগ সেদিন দুপুরে শাসক দলের পুর নিগমের কর্পোরেটর অলক রায় দলবল নিয়ে তাদের বাড়িতে যান।
অভিযোগ চাপ দেন মামলা তুলে নেওয়ার জন্য এবং স্থানীয় ভাবে মীমাংসার। কিন্তু এতে রাজি হননি কুলদিপ বাহাদুর রায়ের ছোট ছেলে। অভিযোগ সেদিন রাতের বেলা শাসক দলের কর্পোরেটর অলক রায়ের নেতৃত্বে দুর্বৃত্তরা কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে আক্রমণ চালায়। অভিযোগ ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট, বাড়ির মালিককে আক্রমণ করে। আরও অভিযোগ সবকিছু হয় এ ডি নগর থানার পুলিসের সামনে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।