জনতার কলম ওয়েবডেস্ক :- সামনেই লোকসভা নির্বাচন , আর এই নির্বাচনকে কেন্দ্র করে লেগেই রয়েছে শাসক বিরোধী পরস্পরের লড়াই। আর এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ খুলতেই তিনি কংগ্রেসের উপর কামান দাগলেন তিনি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথকে ‘দুর্নীতির নাথ’ বলেছেন এবং বলেছেন, “এই দুর্নীতি নাথের দ্বারা ৫১টিরও বেশি দরিদ্র কল্যাণ প্রকল্প বন্ধ করা হয়েছিল। সিএমও অর্থ সংগ্রহের অফিসে পরিণত হয়েছিল। তাছাড়া কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি ‘দুর্নীতিতে পরিণত হয়েছিল’। এখন দেখার অমিত শাহের এ ধরণের মন্তব্যের পর বিরোধী শিবিরের প্রতিক্রিয়ায় কি আসে।