জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। শনিবার কংগ্রেস ভবনে লিগ্যাল সেলের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বলেন, “স্কুলের শিশু, সাধারণ মানুষ বা বিরোধী দলের কর্মসূচির সময় পুলিশ সিংহ হয়ে ওঠে। কিন্তু শাসক দলের কর্মসূচিতে তারা মেকুরের মতো আচরণ করে।”
সুদীপবাবু বলেন, “গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ আমাদের এই প্রতিক্রিয়া দেখিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, পুলিশ আবার স্বমহিমা ফিরে পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
এদিকে, বিধায়ক রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব ইস্যুতে বলেন, পুলিশী তদন্ত ক্রমে প্রকাশ্য হওয়া উচিত এবং প্রত্যেক নাগরিকের তা জানা দরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, নভেম্বর–ডিসেম্বর মাসে রাজ্যব্যাপী আন্দোলনে নামবে দল। ৩ নভেম্বর কংগ্রেসের আইনজীবী সেল রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন দেবে।
প্রদেশ সভাপতি আরও বলেন, “রাজ্যে মহিলা সংক্রান্ত পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছে। কমলপুরের শান্তিরবাজার ও বিলোনিয়ার ঘটনা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দায়িত্বে নিশ্চুপতা প্রকাশ করে। শরিকদের প্রতি উদাসীন থাকা সরকারের দায়।”
তিনি রাজ্যবাসীকে সংঘবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের দুর্বলতা অনেক ইস্যুর সৃষ্টি করেছে এবং রাজ্যের পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে।

