janatar kalam Home রাজনৈতিক কদমতলা ও পানিসাগরের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা
রাজনৈতিক রাজ্য

কদমতলা ও পানিসাগরের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলার কদমতলা ও পানিসাগরের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। রবিবার সিপিএম ধর্মনগর জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি গোটা ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করলেন। তাছাড়া জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।

সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত,মহকুমা সম্পাদক অভিজিৎ দে,বিধায়ক ইসলাম উদ্দিন,বিধায়ক শৈলেন্দ্র নাথ,প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ। সাংবাদিক সম্মেলন থেকে জীতেন চৌধুরী‌ আরো জানান, পুলিশ প্রশাসনকে আগাম জানিয়ে শনিবার রাতে ধর্মনগরে আসেন এবং ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপন করেন।

কিন্তু যখন রবিবার সকালে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়া সেই সকল স্থানগুলোতে তিনি যেতে চাইলে পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ। পুলিশ থেকে জানানো হয় গোটা এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি রয়েছে,তাই সংশ্লিষ্ট স্থানগুলোতে যাওয়ার অনুমতি নেই।

কিন্তু ১৬৩ ধারা চলাকালীন ৫ জন লোক যাওয়ার অনুমতি থাকলেও পুলিশ সেই জায়গায় যাবার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন। জিতেন বাবু এদিন দাবি জানান কদমতলা এলাকায় যে সকল দোকান মালিকদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে সকলকেই আর্থিক অনুদান দেওয়ার। জিতেন বাবু স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ।

 

 

Exit mobile version