Site icon janatar kalam

কথা দিয়ে কথা রাখলেন, মাত্র ২৪ ঘন্টার মধ্যেই খাবার এবং বস্ত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠালেন সাংসদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত গতকাল রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার ফলে গৃহহারা হয়ে ত্রান শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।

সেখানে বহু অসহায় মানুষ তাঁর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, তাদের আবেদনে সারা দিয়ে আশ্বাস দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খাবার এবং বস্ত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ শিবিরে পাঠিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এতে খুশি হয়ে বন্যায় দুর্গতরা সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

Exit mobile version