Site icon janatar kalam

কতজন কংগ্রেস কর্মী বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে? : সুব্রত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পাল্টা দিলেন বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করেন।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার,প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বনিক।

সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন বিজেপির ভুমিকা নিয়ে কংগ্রেসের কোন ধারনা নেই। গল্পের গরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে। বন্যা পরিস্থিতি নিয়ে তারা কথা বলছেন। সুব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেন বন্যা পরিস্থিতিতে কতজন কংগ্রেস কর্মী বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

তিনি দাবি করেন বন্যার সময় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার সকল সদস্য সদস্যা, বিধায়ক এমনকি প্রদেশ বিজেপি সভাপতি রাত জেগে বন্যা দুর্গতদের পাশে থেকেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি মানুষকে বিভ্রান্ত করার জন্য কতগুলি কাল্পনিক প্রশ্ন উত্থাপন করেছেন।

তিনি জানান এখনো পর্যন্ত মৃত ৩৬ জনের মধ্যে ৩৩ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি তিন জনের বাড়িতেও তিন সপ্তাহের মধ্যে টাকা পৌঁছে যাবে। যারা আহত হয়েছে তাদের কাছেও সাহায্য পৌঁছে যাচ্ছে। বন্যা শেষ হলেও বন্যা পরিস্থিতি থেকে এখনো বেরিয়ে আসা সম্ভব হয় নি। এখনো রাজ্যে ৬৭ টি ত্রান শিবির চলছে।

তিনি তথ্য দিয়ে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ইতিমধ্যে প্রাথমিক সাহায্য হিসাবে ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দেখা গেছে ১ লক্ষ ৪৮ হাজার ৩৮৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Exit mobile version