janatar kalam Home রাজ্য ককবরক বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সেমিনার
রাজ্য শিক্ষা

ককবরক বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সেমিনার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি ককবরক বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সেমিনার। টিবিএসই এবং সিবিএসই বোর্ডের অধীন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত ককবরক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শুরু হল দুইদিন ব্যাপী সেমিনার। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এই সেমিনার শুরু হয়েছে।

শিক্ষা দপ্তরের অধীন ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া জানান ককবরক ভাষায় শিক্ষা দানের পদ্ধতি, প্রশ্ন পত্র তৈরি এবং ত্রিপুরিদের চিরাচরিত খেলা নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে চার জন রিসোর্স পার্সন রয়েছেন। সেমিনারে ৬৫ জন ককবরক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Exit mobile version