Site icon janatar kalam

কংগ্রেস সিপিএম ভাই ভাইকে ভোট দেওয়ার আবেদন রাজ্যবাসীর কাছে I.N.D.I.A জোট প্রার্থীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহব্বানে রাজধানীতে বের হয়েছে সুবিশাল মিছিল। মিছিলে পা মিলিয়েছে কংগ্রেস দলের আশীষ কুমার সাহা ও সিপিআইএমের রতন দাস। কংগ্রেস সিপিআইএম এক জোটে লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। কংগ্রেসের তরফে এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট।

ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে কংগ্রেস সিপিআইএম দুটি দল। একই সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ রয়েছে বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে রতন দাসকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাজধানীর রাজপথে বের হয়েছে দৃপ্ত মিছিল।

মিছিল থেকে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে কাতর আবেদন জানিয়েছেন দুই দলের নেতৃবৃন্দ।এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন সাধারণ ভোটারদের কাছে ভোট ভিক্ষা চেয়ে আবেদন জানিয়ে বলেন , ত্রিপুরা লোকসভা নির্বাচনে ও ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার অনুরোধ জানান। তিনি আরও বলেন ভারতবর্ষ এক করুন রাজনীতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।

এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে, ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতেই হবে। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস কে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দুর্গা চৌমুহনি এলাকা থেকে সুবিশাল মিছিল বের করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকেউ জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে আবেদন রেখেছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

 

 

Exit mobile version