Site icon janatar kalam

কংগ্রেস-সহ বিরোধী জোটকে তীব্র আক্রমণ অমিত শাহর

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপির জাতীয় সম্মেলনে (ভারত জোটকে)তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘রাজনীতিতে তাদের (ভারত জোট) লক্ষ্য কী? প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য আত্মনির্ভর ভারত। সোনিয়া গান্ধীর লক্ষ্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা, পাওয়ার সাহেবের লক্ষ্য তাঁর মেয়েকে মুখ্যমন্ত্রী করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করা , স্ট্যালিনের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা , লালুপ্রসাদ যাদবের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা , উদ্ধব ঠাকরের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা এবং মুলায়ম সিং যাদব তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা। যারা তাদের পরিবারের জন্য ক্ষমতা দখল করতে চায়, তারা কি কখনও দরিদ্রদের কল্যাণের কথা ভাববে?”

Exit mobile version