Site icon janatar kalam

কংগ্রেসেরও দাবি রোমান হরফে ককবরক ভাষা চালু করা হোক : সুদীপ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস। গোটা দেশের সাথে এদিন রাজ্য সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে দিনটি। দিবসটিকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের। আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙখল সহ ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিনের সভায় আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। সভায় দীর্ঘ আলোচনাক্রমে আদিবাসী দিবসে নানা কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের জনজাতিদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের জনজাতিদের আর্থিক সামাজিক উন্নয়নে কংগ্রেস দল প্রথম থেকেই সরাসরি কেন্দ্র থেকে অর্থ প্রদানের দাবি জানিয়ে আসছে। শুধু তাই নয় কংগ্রেস দল দাবি করে ট্যাক্সের শেয়ারের অর্থও সরাসরি এডিসিকে প্রদান করার। রাজ্যের জনজাতিদের অধিকাংশই চাইছে রোমান হরফে স্ক্রিপ। তাই কংগ্রেস দলেরও দাবি রোমান হরফে স্ক্রিপ্ট চালু করা।

Exit mobile version