Site icon janatar kalam

ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার ইসকনের আরও এক সন্ন্যাসী শ্যাম দাস প্রভু 

জনতার কলম ওয়েবডেস্ক :- চিন্ময় প্রভুর গ্রেপ্তারির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এবার অন্যায় ভাবে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইসকনের আর এক সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। জেলবন্দি চিন্ময় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শ্যাম প্রভু। সেখানেই কোনও ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয় তাঁকে। এই তথ্য প্রকাশ্যে এনেছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস।

কলকাতায় ইসকন-এর ভাইস প্রেসিডেন্ট রাধা রমণ দাস শ্যামদাসের গ্রেফতারির কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের সাইট X (সাবেক ট্যুইটার)-এ শ্যামদাসের গ্রেফতার হয়েছেন বলে লেখেন তিনি। তাঁর বক্তব্য, ‘এঁকে দেখে কি জঙ্গি মনে হচ্ছে? ইসকন -এর নিরপরাধ ব্রহ্মচারীদের গ্রেফতারি অত্যন্ত উদ্বেগজনক এবং বিপজ্জনক’।

Exit mobile version