জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু নেতা এই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী পক্ষ থেকে। সুরেশের নাম প্রস্তাব করা হয়।
এরপর প্রোটেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব হাউসের কার্যক্রম এগিয়ে নিয়ে যান এবং প্রস্তাবটি সবার সামনে তুলে ধরেন। ভয়েস ভোটের ভিত্তিতে তিনি ওম বিড়লাকে লোকসভা স্পিকারের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানান। এই সময়ে, বিশেষ বিষয় হল যে পিএম মোদী এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও ওম বিড়লাকে আসনে নিতে এসেছিলেন। গত রাতেই রাহুলকে বিরোধী দলের নেতা ঘোষণা করেছে কংগ্রেস।