janatar kalam

ওমেন অ্যাথলেটে রাজ্যের সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- Team Tripura এর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার কোন Female Athlete বডিবিল্ডিং এবং ফিটনেস ন্যাশনাল গেমসে পার্টিসিপেট করে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। গত ত্রিশ মার্চ ২০২৪ গোহাটি আসামে অনুষ্ঠিত হয় মিস্টার সরাইঘাট বডিবিল্ডিং এন্ড ফিজিকস sport ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ২০২৪। এই কম্পিটিশনে ত্রিপুরা টিম থেকে বডি বিল্ডিংয়ে দ্বৈপায়ন দে এবং আশিক দেববর্মা অংশগ্রহণ করে।

রাজ্যের প্রথম মেয়ে হিসাবে প্রিয়াঙ্কা চক্রবর্তী মডেল স্পোর্টস ফিজিক্স ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এবং তাতে ষষ্ঠ স্থান নিজের নামে করে নেয়, তাতে রাজ্যের সকল ফিটনেস মেম্বারদের পক্ষ থেকে এবং ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। তার এই সাফল্যে তার কোচ তনয় দাস অভিনন্দন জানায়। আগামী দিনেও প্রিয়াঙ্কা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্যের এবং দেশের হয়ে অংশগ্রহণ করবে বলে জানান।

 

 

 

Exit mobile version