Site icon janatar kalam

এশিয়া কাপের আগে ভারতীয় বোলিং কোচ মর্নে মর্কেলের গুরুত্বপূর্ন বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল এশিয়া কাপ শুরু হওয়ার আগে দলের অলরাউন্ডারদের গুরুত্ব নিয়ে জোর দেন। ভারতের দল আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছে তিন জন অলরাউন্ডার — হার্দিক পান্ড্য, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল।

মর্নে মর্কেল সাংবাদিকদের বলেন, “খেলার দিন আমাদের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন, যে দায়িত্ব নিয়ে কাজটি করে দেবে।” তিনি আরও যোগ করেন, “প্রতিটি বিভাগে সমন্বিত অবদান রাখতে খেলোয়াড়দের প্রস্তুত থাকা জরুরি।”

অলরাউন্ডারদের পাশাপাশি পার্ট-টাইম বোলারদের গুরুত্বও তিনি বিশেষভাবে তুলে ধরেন। “আমাদের মূল বোলাররা অবশ্যই আক্রমণাত্মক বোলিং করতে পারে, তবে পার্ট-টাইম বোলার আমাদের আরও বেশি কম্বিনেশনের সুযোগ এনে দেয়,” বলেন মর্কেল।

যদিও সাম্প্রতিক সময়ে ভারতীয় দল তেমন বেশি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তবু মর্কেল দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। “যখন খেলোয়াড়রা ভারতের জার্সি গায়ে মাঠে নামবে, তখন তারা নিজেদের সেরাটা দিয়ে দলের হয়ে ভালো পারফর্ম করবে,” তিনি জানান।

ভারতীয় দল পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর এবং গ্রুপ পর্ব শেষ করবে ওমানের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর। সুপার ফোর পর্ব চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

 

ভারতীয় এশিয়া কাপ স্কোয়াড:

 

সুর্য কুমার যাদব (ক্যাপ্টেন)

 

শুভমান গিল (উপ-ক্যাপ্টেন)

 

অভিষেক শর্মা

 

তিলক বর্মা

 

হার্দিক পান্ড্য

 

শিবম দুবে

 

অক্ষর প্যাটেল

 

জিতেশ শর্মা (উইকেটকিপার)

 

জসপ্রিত বুমরাহ

 

অর্শদীপ সিং

 

বরুণ চকরবর্তী

 

কুলদীপ যাদব

 

সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

 

হর্ষিত রানা

 

রিঙ্কু সিং

 

রিজার্ভ খেলোয়াড়:

 

প্রসিধ কৃষ্ণ

 

ওয়াশিংটন সুন্দর

 

রিয়ান পরাগ

 

ধ্রুব জুরেল

 

যশস্বী যৈশ্বাল

ভারতীয় দল এখনো ভরসা রাখছে মুকাবেলার দিনে সেরা ছন্দে ফিরে আসবে বলে।

Exit mobile version